নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের এমপি আলহাজ আমিনুল ইসলাম শপত গ্রহনের প্রায় ৪ মাস পর প্রথম ভোলাহাট উপজেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় যোগদান করলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ আলহাজ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন,সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন,অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী ও মশফিকুল ইসলাম তারা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী সুনীল কুমার ঘোঘ,উপসহকারী প্রকৌশলী মুনিমুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
এ সময় এমপি আলহাজ আমিনুল ইসলাম,মাদক, বাল্য বিবাহ,নারীদের অবমূল্যায়ন না হয় এ বিষয়ে সবাইকে সজাগ থাকার কথা বলেন।
তিনি ভোলাহাট পুলিশকে মাদক ও সন্ত্রাস দমনের জন্য একটি গাড়ী দেওয়ার ঘোষনা দেন,ভোলাহাট সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে র ভেংগে যাওয়া এ্যাম্বুলেন্স মেরামর,মুন্সিগঞ্জ ঘাটের ব্রিজ নির্মান ও ভোলাহাট কলেজ মোড় হতে রহনপুর পর্যন্ত প্রায় ২২ কিঃমিঃ রাস্তা নির্মানের ঘোষনা দেন।
Leave a Reply