কপোত নবী : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, ৬ নং রাণীহাটি ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ ৬ নং রাণীহাটি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মো. আনোয়ারুল আজিম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মহসিন আলী, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, তাঁতী লীগের সদস্য সচিব আ.রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আব্দুল ওদুদ তাঁর বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের পাশেই সর্বদা থাকব। হাওর অঞ্চলের উন্নয়ন করতে কাজ করতে চাই। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। বক্তারা জাতির জনকের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। শেষে দোয়া করা হয়।
Leave a Reply