রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (২০১৯-২০) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য কমিয়ে ১২০০ টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া একাধিক ইউনিটে পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে শিক্ষার্থীদের। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা বিষয়ক উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।
অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু জানান, চলতি বছরের ভর্তি পরীক্ষা আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিক ৫৫ টাকা ফিস দিয়ে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এরপর চূড়ান্ত আবেদন শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত আবেদন শেষ হবে। চূড়ান্ত আবেদনে ইউনিট প্রতি ১২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, বিজ্ঞান, বাণিজ্য, মানবিক এই তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে ‘এ’ ইউনিটের অধীনে মানবিক, সামাজিক বিজ্ঞান অনুষদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চারুকলা অনুষদ, আইন-এর পরীক্ষা হবে। ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান, কৃষি অনুষদ ও প্রকৌশল অনুষদভুক্ত বিভাগগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রতিটি ইউনিট সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
এর আগে ভর্তির পরীক্ষার ফরমের মূল্য ১৯৮০ টাকা নির্ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে সময় একজন শিক্ষার্থী কেবল একটি ইউনিটে পরীক্ষা দিতে পারবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এরপর ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ওই নিয়ম পরিবর্তনের জন্য আন্দোলন করেন। পরে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
পরীক্ষা পদ্ধতি :
লিখিত ও এমসিকিউ দুই পদ্ধতিতেই পরীক্ষা নেয়া হবে। ৬০ মার্কের এমসিকিউ এবং লিখিত ৪০ নম্বর। লিখিত প্রশ্ন ২০ টি (Short answer Question)। ২০ টি প্রশ্নে ৪০ নম্বর। এমসিকিউ প্রশ্ন ৬০ টি যার সময় ৫০ মিনিট। লিখিত পরীক্ষার জন্য সময় ৪০ মিনিট। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০ টা ৪৫ ও ১২ টা থেকে ১ টা ৪৫ পর্যন্ত দুই শিফট এ পরীক্ষা চলবে।
আবেদন যোগ্যতা :
মানবিক বিভাগ থেকে সর্বনিম্ন ৩ পয়েন্ট করে এসএসসি ও এইচএসসিসহ মোট ৭.০০। বাণিজ্য বিভাগ থেকে ৩.৫০ করে একইভাবে ৭.৫০। বিজ্ঞান ইউনিটে ৩.৫০ করে একইভাবে ৮.০০। এছাড়া ইউনিট প্রতি ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
Leave a Reply