অনলাইন ডেস্ক: কাশ্মিরের মুসলমানদের ওপর গণহত্যার প্রতিবাদ এবং তাদের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেয়ার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মূসা বলেন, ভারতের জালিম মোদি সরকার কাশ্মিরের জনগণের ওপর সম্পূর্ণ অন্যায়ভাবে ঝাঁপিয়ে পড়েছে। তাদের স্বায়ত্তশাসন বাতিল করে তাদের স্বাধীনতা খর্ব করেছে। যা বিশ^ মুসলিম কখনোই মেনে নেবে না। তিনি বলেন, কাশ্মিরের স্বাধীনতা ফিরিয়ে দিতে বিলম্ব করলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।
মহানগর সভাপতি মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সানোয়ার হোসাইনের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তৃতা করেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা আবদুর রহীম সাঈদ, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সাদিক সালিম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এমরান হোসাইন, লোকমান হোসাইন, জহিরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।
Leave a Reply