কপোত নবী :: শনিবার ৩১ই আগস্ট বিকাল ৪ টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ মডেল হাই স্কুলে এবং শিবগঞ্জ মহিলা কলেজে ভেষজ ও ফলজ মোট ৩০ টি বৃক্ষ রোপণ করে চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের স্বেচ্ছাসেবকগন।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রধান সমন্বয়ক, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. মাহফুজ রায়হান, সংগঠনের সভাপতি ডা. মো. মোসফিকুর রহমান, শিবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, শিবগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ অন্যান্য গুনীজনরা।
উল্লেখ্য, বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত সাহাপাড়া থেকে শুরু করে সমগ্র চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ করার কর্মসূচি হাতে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জের এই দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হচ্ছে। পরবর্তী কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জ সদরে নবাবগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসনাত পরশ, মোঃ আরাফাত আলী, মোঃ ইউসুফ নূর, মোঃ রায়হান চৌধুরী, মোঃ সিহাব আলী, মোঃ রায়হান আলী, মোঃ আব্দুল কাদির জিলানী ও ওমর ফারুক প্রমুখ।
Leave a Reply