মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ-তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা। সরকারের মহৎ উদ্যোগ পল্লীবিদ্যুতের কল্যানে বরেন্দ্র অঞ্চলের এই উপজেলায় সন্ধ্যা নামলেই দেখা যায় তারার মত ঝিকমিক করছে পল্লীবিদ্যুতের আলো। শতভাগ বিদ্যুতয়াতি এই নাচোল উপজেলায় পল্লীবিদ্যুতের নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবাহ ভোগ করছে এলাকাবাসী। নাচোল সাব-জোনাল পল্লীবিদ্যুতের এজিএম আনোয়ার হোসেন যোগদানের পর পল্লীবিদ্যুত অফিসে কমেছে গ্রাহক হয়রানি,কমেছে পল্লীবিদ্যুতের ভেলকিবাজি। শীত বর্ষা আর তীব্র দাবদাহ উপেক্ষা করে ছুটে চলে বিদ্যুৎ কর্মীরা। রাতের অন্ধকারে ছুটে চলে জন সাধারণের ঘর আলোকিত করার উদ্দ্যেশ্যে এই পল্লীবিদ্যুতের কর্মীরা। কর্মময় ব্যবস্থার মাঝে ও ক্রিকেট ,ফুটবল বা ব্যাটমিন্টনের মাঝে ও তাদের দেখা মিলে । আর এ সমস্ত কর্মকান্ডের মূলে রয়েছেন নাচোল সাব-জোনাল পল্লীবিদ্যুতের ভাল মনমানসকিতার একজন কর্মকর্তা এজিএম আনোয়ার হোসেন। খেসবা গ্রামের পল্লীবিদ্যুতের গ্রাহক আব্দুর রহমান জানান, নাচোল সাব-জোনাল পল্লীবিদ্যুতের এজিএম আনোয়ার হোসেন যোগদানের পর পল্লীবিদ্যুত অফিসে কমেছে গ্রাহক হয়রানি,কমেছে পল্লীবিদ্যুতের ভেলকিবাজি,ঘুষ ছাড়াই খুব সহজেই এখন পল্লীবিদ্যতের মিটার সংযোগ পাওয়া যায়। একই গ্রামের চন্দ্রাইল এলাকার সেরাফুল বেওয়া বলেন,আমি একজন হতদরিদ্র নারী। নিজের ঘরে বিদ্যুতের আলো জ্বালাবেন এমন স্বপ্ন দেখে নি কোনদিন । নুন আনতে পানতে ফুরায় আমার । স্বামী কে হারিয়ে গ্রামের কুঁড়েঘরে গবাদি পশু ও হাঁশ মুরগি লালন পালন করে কোন রকমে দিন চলত । ঘরে চালের ফুটো দিয়ে চাঁদের আলো প্রবেশ করত আমার ঘরে সেখানে বিদ্যুত নেওয়াটা ছিল আমার কাছে স্বপন্নহীন । আমার এই করুন অবস্থা দেখে গত বছরের ৬ অক্টোবর শুক্রবার সকালে বিনামূল্যে আমার ঘরে পল্লীবিদ্যুতের আলো জ্বালান নাচোল সাব-জোনাল পল্লীবিদ্যুতের এজিএম আনোয়ার হোসেন । সংশ্লিষ্ট সুত্রে আরো জানা যায়,নাচোল উপজেলায় ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার দিকে লক্ষ্য রেখে অতিশীঘ্রই নাচোল উপকেন্দ্র ১৫ এমভিএ ক্ষমতা থেকে ২০ এমভিএ ক্ষমতায় উন্নীত করা হবে। এছাড়া নেজামপুর এলাকার হাটবাকইল বাজারে এ ১০ এমভিএ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত একটি উপকেন্দ্র নির্মান করা হবে। গ্রাহক সেবার আরো মান উন্নায়নের স্বার্থে সোনাইচন্ডী বাজারে একটি অভিযোগ কেন্দ্র স্থাপন করা হবে বলে চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুতের জিএম রফিকুল ইসলাম জানান।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোহরুল ইসলাম জানান, নাচোল সাব-জোনাল পল্লীবিদ্যুতের এজিএম আনোয়ার হোসেন নিঃসন্দেহে একজন ভালো কর্মকর্তা। তিনি নাচোল সাব-জোনাল পল্লীবিদ্যুতের এজিএম হিসাবে যোগদানের পর পল্লীবিদ্যতের ভেলকি বাজি কমেছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুত পাচ্ছি আমরা। যার ফলে নাচোল উপজেলার সকল জন সাধারণের দুর্ভোগান্তি কমেছে পল্লীবিদ্যুৎ এর ছোঁয়া লেগে।
এ বিষয়ে নাচোল সাব-জোনাল পল্লীবিদ্যুতের এজিএম আনোয়ার হোসেন জানান,শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুত এই স্লোগান নিয়ে আমরা কাজ করছি। প্রতিটি নাগরিক যেন পল্লীবিদ্যুতের আলোয় আলোকিত হয়। নাচোল উপজেলা এখন পল্লীবিদ্যুতের আলোয় আলোকিত একটি উপজেলা। আমি নাচোল উপজেলা বাসীর বিদ্যুতের উন্নয়নের জন্য যেটুকু করেছি তা চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুতের সুযোগ্য জিএম রফিকুল ইসলাম স্যারের সহযোগিতায় ।
Leave a Reply