কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে রবিবার বিকেলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন করণীয় নিয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে সুসংহত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু তৃণমূল লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলার আয়োজনে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু তৃণমূল লীগ জেলা শাখার মো. রাকিবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ
আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু তৃণমূল লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক ও সদর উপজেলা মহিলালীগের সভাপতি মোসা. মাতুয়ারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর মহিলালীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর শরিফা খাতুন বেবীসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আ.লীগ, বঙ্গবন্ধু তৃণমূল লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দূর্নীতি, অপরাধ, গুজবের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করতে সকল নেতাকর্মীর প্রতি আহব্বান জানান।
Leave a Reply