নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন এই স্লোগানকে সামনে রেখে ৪সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে মাদকবিরোধী প্রীতি ফটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানবতার সেবায় নিয়োজিত ঢাকা থেকে আগত নাভিন আনান,উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন,ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল,যুবলীগ সভাপতি রেজাউল করিম বাবলু,নাচোল থেকে আগত সাকিল রেজা ছাত্রলোগ সহসভাপতি আসিকুর রহমান ফারুক,ছাত্রলীগ সেক্রটারী তোহিদুল ইসলাম ডালিম,মোস্তাফিজুর প্লাবন,হুজ্জাতুল ইসলাম,টিংকেল,টমাস,বুলেটসহ অন্যান্যরা।
খেলায় অংশগ্রহন করেন,মুসলিম নগর বংগবন্ধু ক্লাব এ্যান্ড পাঠাগার ও পঞ্চনন্দপুর ফুটবল ক্লাব।২০ মিঃ করে ৪০ মিনিটের খেলাটি গোল শূন্য ড্র হয়।খেলাটি পরিচালনা করেন,সাংবাদিক মোঃ জামিল হোসেন।
এ সময় আগত অতিথি বলেন,মাদকমুক্ত দেশ গড়তে হলে খেলার কোন বিকল্প নেই।এর জন্য দরকার একাত্বতা ও মানসিকতার পরিবর্তন।
Leave a Reply