নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিরল চর্মরোগে আক্রান্ত তাসফিয়াকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হচ্ছে রাজধানী ঢাকায়। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে চিকিৎসার জন্য তাঁকে নিতে আসেন স্বেচ্ছাসেবী সংগঠন “মানুষ মানুষের জন্য” এর প্রতিষ্ঠাতা নাভিন আনান। কুমিল্লা পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সৈয়দ নুরুল ইসলাম বিপিএম-পিপিএম বার এবং চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম এর সার্বিক সহযোগিতায় তাসফিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। তাসফিয়াকে গ্রহণকালে পুলিশ সুপারের কার্যালয়ের উপস্থিত ছিলেন, পুুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফজল-ই-খুদা, নাচোল থানার বিদায়ী অফিসার ইন-চার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ, তাসফিয়ার বাবা মাসুদুজ্জামান মামুন, মা তানজিলা খাতুন, ‘দৈনিক চাঁপাই দর্পণ’র নাচোল প্রতিনিধি সাকিল রেজা, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল,সাংবাদিক জামিল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
স্বেচ্ছাসেবী সংগঠন “মানুষ মানুষের জন্য” এর প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী নাভিন আনান বলেন, বিভিন্ন গণমাধ্যমে তাসফিয়ার বিরল রোগের সংবাদ প্রচারের পর চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম ও কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় আমরা তার উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী এই সংগঠনটি এর আগে সমাজের বিভিন্নভাবে পিছিয়ে পড়া, অসহায়, দরিদ্র ও এমন বিরল রোগে আক্রান্ত মানুষের পাশে দাড়িয়ে সারাদেশে ব্যাপক প্রশংসা পেয়েছে।
[মোঃ জামিল হোসেন]
Leave a Reply