কপোত নবী : মোবাইল কানে গাড়ি চালানো নিষেধ, অপ্রাপ্ত বয়সে গাড়ি চালানো দন্ডনীয় অপরাধ, আপনার সন্তানকে নিয়ে অনিরাপদ গাড়ি চালাবেন না এ ধরণের আরো জনসচেতনতামূলক প্রচারণার বিলবোর্ড আর ব্যানার পৌর এলাকাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দেখা যাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর উদ্দ্যোগে জেলা পুলিশ মোটরসাইকেল চালকসহ ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলকে সচেতন করতে বিলবোর্ডগুলি বসানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম জানান, প্রসারে প্রচার, সাধারণ মানুষকে পুলিশের পক্ষ থেকে সজাগ ও সচেতন করতেই সচেতনতামূলক প্রচারণার বিলবোর্ড আর ব্যানার স্থাপন করা হয়েছে।
পুলিশ লাইন্স থেকে শুরু করে পৌর এলাকার খালঘাট মোড়, নিউমার্কেট মোড়, কলেজ মোড়, বড় ইন্দারা মোড়, পুরাতন বাজার, সদর মডেল থানার মেইন গেইট সংলগ্ন, শিবতলা মোড়, বীরশেষ্ঠ ক্যাপ্টেন মহউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘরথেকে শুরু করে শহরের বিভিন্নস্থানে সচেতনতামূলক প্রচারণার বিলবোর্ড আর ব্যানার স্থাপন করা হয়।
পুলিশ সুপার আরো জানান, মোটরসাইকেল চালকসহ সকলকে ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করতে হবে। পুলিশের হাত থেকে রেহাই পাবার জন্য নয়, বরং বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পরুন মোটরসাইকেল চালাবার সময়। জেলা পুলিশের এমন সচেতনতামূলক কার্যক্রমকে স্বাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী তথা সূধী মহল।
Leave a Reply