কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌর এলাকা ইসরাইল মোড় এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার আটরশিয়া দামুদিয়াড় এলাকার মো. আব্দুল হামিদের ছেলে মো.আব্দুর রহমান (৩১) ও একই এলাকার তাজমুল হক ডাক্কুর ছেলে মো. শাহ আলম (২৫)।
জানা যায়, এসআই অনুপ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইসরাইল মোড় এলাকায় মাদকদ্রব্য বিক্রির জন্য ২ জন ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply