নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জিয়াউর রহমান তোতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান নি। কিন্তু তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিশ্চিৎ করেছেন।
দিয়াড় অঞ্চলের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব নাসিরুদ্দিন(নাসির চেয়ারম্যান)-এর পুত্র জিয়াউর রহমান তোতা ছোট বেলা থেকেই রাজনীতির সাথে জড়িত। বাবার আদর্শকে বুকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তোতা তুমুল জনপ্রীয় হওয়ায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও সফল ভাবে পালন করেন। বর্তমানে তিনি নিজ এলাকাসহ চাঁপাইনবাবগঞ্জের মানুষের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে ভোটে অংশ নিচ্ছেন। কে হবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তা জণগনের ভোটেই নির্ধারণ হবে।
সতন্ত্র প্রার্থী মো. জিয়াউর রহমান তোতা জানান, চরঞ্চলসহ সাধারণ মানুষ আমাকে সমর্থন দিয়েছে। তার জন্য সব সময় মাঠে থেকে কাজ করেছি। ভকিষ্যতেও করব বলেই উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহ জনগণের ভোটে পাশ করে সকলের উন্নয়নে কাজ করব। তিনি সকলের দোয়া প্রার্থী।
Leave a Reply