মোঃ জামিল হোসেন:চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বজরাটেক সাধারণ পাঠাগার এর আয়োজনে ১৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ০৭: ০০ টায় মুন্সীগঞ্জ হাট প্রাঙ্গণে মনোমুগ্ধকর লাঠি ও ঝার্নি খেলা অনুষ্ঠিত হয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল বিনোদনের ও উৎসবের আমেজ। ঢাকায় বসবাসরত সানাউল্লাহ সোনা, আ:আলিম, আমিন মাহালত, এমরানসহ অন্যান্যদের অর্থায়নে খেলার আয়োজন করা হয়।
ঢাক-ঢোল আর বাঁশির তালে আনন্দে-উল্লাসে মেতে ওঠেন সবাই। এতে দু’গ্রুপে ভাগ হয়ে নানা বয়সের মানুষ রঙ-বেরঙের পোশাক পরে মাঠে লাঠি খেলতে আসেন। বাদ্যের তালে চলে লাঠি খেলা। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেরে রক্ষা করা, আর অপরকে ঘায়েল করার চেষ্টায় মেতে থাকেন লাঠিয়ালরা। প্রদর্শন করা হয় লাঠি নিয়ে নানা কলা-কৌশল।
উক্ত লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: প্রভাষক রাব্বুল হোসেন চেয়ারম্যান, শাহানাজ খাতুন ভাইস-চেয়ারম্যান ভোলাহাট উপজেলা পরিষদ, ফুয়াদ হোসেন সাধারণ সম্পাদক বজরাটেক সাধারণ পাঠাগার,ইয়ারুল মেম্বার ৯নং ওয়ার্ড, নাসির আর্মি, রবিউল ইসলাম কালু মাষ্টার,নিয়ামত মাষ্টার। খেলা পরিচালনা ও উপস্থাপনা করেন সাগর আলী মাহালত, এম কে মুনি, সামিম মাহালত , সুবেলসহ পাঠাগার সদস্যরা।
উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন বলেন মাদকমুক্ত সমাজ গঠন ও গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে নিয়মিত এমন আয়োজনের প্রত্যাসা করি।
Leave a Reply