মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা প্রশাসনের উদ্যগে (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় শিরন্টি ইউনিয়ন ১-০ গোলে তিলনা ইউনিয়নকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সাজেদুল আলম প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , সূধীজন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply