জসিম উদ্দিন জনিঃ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
ফ্রান্সে হযরত মোহাম্মদ (সাঃ) কে ব্যঙ্গ করে কাটুন প্রকাশ করার প্রতিবাদে তৌহীদী জনতার উদ্যোগে নওগাঁর আত্রাইয়ে এক বিশাল গণ মিছিল বাহির করে। এই বিক্ষোভ মিছিলে হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন। শুক্রবার দুপুর ২ টায় উপজেলার রেজিস্ট্রি অফিস মসজিদের সামনে থেকে বের হয়ে নাহার গার্ডেন এর সামনে এসে মিছিল শেষ হয়ে সমাবেশে মিলিত হয়।
এই এ ধরনের ঘটনায় মুসলিম ধর্মানুভূতিতে আঘাত হেনেছে। সমাবেশে ইসলামী আন্দোলনের বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কট, এবং ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্ট কে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় তারা আরো বলেন, ফ্রান্সের সরকারের সহযোগিতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকর কাটুন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা, বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত কোন ভাবেই বরদাস্ত করবে না বলে জানান তারা।
Leave a Reply