কপোত নবী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব ১৭) বালকদের ফুটবল টুর্ণামেন্ট এর সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় হয়েছে।
সোমবার বিকেলে পৌর এলাকার পুরাতন স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এজাবুল হক বুলি, নাসরিন আখতার, শাহনেওয়াজ দুলালসহ অন্যরা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। গোবরাতলা ইউনিয়ন পরিষদ ২–১গোলে বারঘরিয়া ইউনিয়ন পরিষদ কে হারিয়ে চাম্পিয়ন হয়।
খেলায় ম্যান অফ দা টুর্নামেন্ট ইমন ও ম্যান অফ দ্য ম্যাচ হাবিবুর নির্বাচিত হন। আর সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন আমির হানজেলা। ফাইনাল খেলায় গোবরাতলার ইমন ও হাবিবুর একটি করে গোল করে ও বারঘরিয়ার পক্ষে সাঈদি ১টি গোল করেন।
Leave a Reply