কপোত নবী :
১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা দিনরাত গণসংযোগ করে চলেছেন।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা লেনিন প্রামানিক পৌর এলাকার নিউমার্কেট, সেন্টু মার্কেট ও ক্লাবসুপার মার্কেটে গণসংযোগ করেছেন। তিনি ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী।
লেনিন প্রামানিক এ সময় সকল দোকান মালিক ও কর্মচারীদের কাছে দোয়া ও একটি করে ভোট চান। গণসংযোগে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৫৮০ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৯১ হাজার ৫২৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৫৬ জন।
Leave a Reply