নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের ফুলকুড়ি ইসলামিক একাডেমীর সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দর আয়োজনে পুনর্মিলনীর হ্যান্ডনল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পৌর এলাকার ফুলকু্ঁড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব সামিউল হক লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি ইসলামিক একাডেমীর সহকারী প্রধান শিক্ষক আল-মামুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আজমাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান মুকুল, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, সমাজসেবক মো. মেরাজুল ইসলাম মেরাজসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা খেলাধুলা আয়োজনের উপর জোর গুরুত্ব দেন। খেলাধুলায় ব্যস্ত থাকলে যুবসমাজ মাদকসহ যে কোন অপকর্ম থেকে দুরে থাকবে বলেও জানান বক্তারা। – কপোত নবী।
Leave a Reply