নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে ৯ নভেম্বর সোমবার বিকেলে নয়াগোলা এলাকায় জেলা পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাবনা জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে।
এ উপলক্ষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ইকবাল হোছাইন, কুদরত ই খুদা পলাশ, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন, ওসি অপারেশন মিন্টু রহমান, ওসি তদন্ত কবির হোসেন, ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারসহ অন্যান্য অফিসারবৃন্দ।
তীব্র উত্তেজনা পূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে পাবনা জেলা পুলিশ এবং রানার্সআপ হয় রাজশাহী জেলা পুলিশ দল। প্রতি বছরেই পুলিশের ভলিবল টুর্নামেন্টেটি হয়ে আসছে। – কপোত নবী।
Leave a Reply