নিজস্ব প্রতিবেদক :মাদকমুক্ত দেশ গড়ি,বাল্য বিবাহকে না বলি, খেলার ধূলা চর্চা করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১০ ( নভেম্বর) মঙ্গলবার ভোলাহাটে শুরু হতে যাচ্ছে BSD প্রাইজমানি টুর্ণামেন্টের ফুটবল খেলার উদ্বোধনী ম্যাচ।
জম কালো আয়োজনে উদ্বোধনী ম্যাচে থাকছে নতুন নতুন চমক।যা ভোলাহাটের মানুষ আগের কোন খেলায় দেখেননি। ২৫টি দলের অংশগ্রহণে সিসি ক্যামেরা দ্বারা খেলাটি নিয়ন্ত্রন করা হবে।
বৃহতর বজরাটেক ক্রীড়া একাদশের আয়োজনে, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের খেলাটি অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলার অনুষ্ঠানে বজরাটেক বৃহত্তর ক্রীড়া একাদশের সভাপতি ও সবজা উচ্চা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আসরাফুল হক চুনু।
BSD প্রাইজমানি টুর্ণামেন্টের ২৫ টি দলের অংশগ্রহণে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবেন জামবাড়িয়া ফুটবল একাদশ বনাম মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদ ফুটবল দল।
মিডিয়া পার্টনার হিসেবে সারাক্ষন সাথে থাকবে বরেন্দ্র নিউজ।
বৃহত্তর বজরাটেক ক্রীড়া একাদশের সাধারণ সম্পাদক হাবিব আলী বলেন,দেশ আজ মাদকের কবলে, যুব সমাজ আসক্ত হয়ে পড়েছে মাদকে, তাই এ ধরনের ফুটবল টুর্ণামেন্টের বিকল্প নেই।টুর্ণামেন্ট সুন্দরভাবে পরিচালনার জন্য ভোলাহাটের ফুটবলপ্রেমী সকল দর্শকদের আমাদের সহযোগিতা করবে বলে জানান।
Leave a Reply