নিজস্ব প্রতিবেদক :মাদকমুক্ত দেশ গড়ি,বাল্য বিবাহকে না বলি, খেলার ধূলা চর্চা করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১০ ( নভেম্বর) মঙ্গলবার বিকালে ৪টার দিকে বৃহত্তর বজরাটেক ক্রীড়া একাদশের আয়োজনে, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে BSD প্রাইজমানি ফুটবল খেলার উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
জম কালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচেটি অনুষ্ঠিত হয়।২৫টি দলের অংশগ্রহণ করেছেন এ টুর্ণামেন্টে। ৭টি সিসি ক্যামেরা দ্বারা খেলাটি নিয়ন্ত্রন করা হয় ।
উদ্বোধনী খেলার অনুষ্ঠানে বজরাটেক বৃহত্তর ক্রীড়া একাদশের সভাপতি ও সবজা উচ্চা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুরের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আসরাফুল হক চুনু।
BSB প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন জামবাড়িয়া ফুটবল একাদশ বনাম মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদ ফুটবল দল।৩০ মিনিট করে ১ ঘন্টার খেলায় ১-১ গোলের সমতায় ম্যাচটি শেষ হয়।
খেলাটি পরিচালনা করেন রবিউল ইসলাম কালু,সহকারী পরিচালক শামিম মাহালত, আতাউর রহমান। ভিউয়ার ছিলেন এম কে মুনি।সার্বিক সহযোগিতায় ছিলেন সাগর মাহালত।
মিডিয়া পার্টনার হিসেবে পুরো টুর্ণামেন্ট জুড়ে কাজ করবেন বরেন্দ্র নিউজ ।
উল্লেখ্য খেলাটি দেখার জন্য ভোলাহাটের খেলাপ্রেমী জনতার ঢল নেমে আসে।
Leave a Reply