নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ইউনিয়নের দৃষ্টি নন্দন পার্কে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
১৪ নভেম্বর শনিবার বিকেলে এ উপলক্ষে পুরষ্কার বিতরণেরও আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস। আর সভাপতিত্ব করেন ৪ নং বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান এ্যাড. আবু নজর হোসেন খান, জেলা পরিষদ সদস্য আবুল বাশার, আলহাজ্ব রফিকুল ইসলাম, শান্তনা হক শান্তা, গোলাম নবী জেন্টু।
আরও উপস্থিত ছিলেন, বারঘরিয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদ, নাঈমুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা, আয়কর অফিসার মেহেদী হাসান জনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সহযোগীতা ও এলাকার যে কোন টুর্নামেন্টে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন, তরুণ ব্যবসায়ী, আসন্ন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী এ্যাড. সাদিকুল ইসলাম নাদিম। খেলাটি কোরিয়ান স্পোর্টস এর সৌজন্যে শেষ হয়। – কপোত নবী।
Leave a Reply