মোঃমশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধিঃ
মাদকে না বলি”ক্রীড়াকে হ্যাঁ বলি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় গোলমুন্ডা ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।গোলমুন্ডার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি রোহান চৌধুরী আয়োজনে ২৫শে নভেম্বর(বুধবার) বিকেলে উপজেলার গোলমুন্ডা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় সভাপতিত্ব করেন গোলমুন্ডার বিশিষ্টি সমাজ সেবক হারুন অর রশিদ(বেলাল)চৌধুরি,প্রধান অতিথি ছিলেন গোলমুন্ডার কৃতি সন্তান জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার মাহফুজুর রহমান(সেনিন)।এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা চার পল্লী বিদ্যূত সমিতির সভাপতি মোতালেব হোসেন,গোলমুন্ডা ইউনিয়ন শাখার যুবলীগের সাবেক আহবায়ক রেজওয়ানুল বারী(রুবেল),গোলমুন্ডা ইউনিয়ন জাতীয়তাবাদী দল(বিএনপি)র সাংগঠনিক সম্পাদক রউফুল ইসলাম, গোলমুন্ডা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অলিদুর রহমান,ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালাম,বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম,আশরাফ হোসেন,বিশিষ্ট ঠিকাদার তছলিম উদ্দিন,পল্লী হোমিও প্যাথলজিকাল ডাক্তার প্রসেনজিৎ মিশ্র বাবু,বিশিষ্ট সমাজ সেবক এখলাছ উদ্দিন প্রমূখ।প্রধান অতিথি জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার বলেন,খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভাল থাকে।যুব সমাজকে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।আমি গোলমুন্ডার ছেলে যে কোন ভাল কাজে পাশে আছি, আগামীতে পাশেঁ থাকবো।দ্বিতীয় রাউন্ডের শেষ সেমিফাইনাল খেলায় পঞ্চগড়(বোদা) ফুটবল একাদ্বশ বনাম সেতাব গঞ্জ ফুটবল একাডেমির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বী পূর্ন হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত নব্বই মিনিটে কোন দলেই গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে পঞ্চগড়(বোদা)ফুটবল একাদ্বশ-৪-১গোলে সেতাবগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করেন।খেলায় হাজার হাজার খেলাপ্রেমি দর্শকের উপড়ে পড়াভীড় ছিলো লক্ষনীয়।খেলায় ভার্ষকার ছিলেন এম,এ মতিন। গোলমুন্ডার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি রোহান চৌধুরি আয়োজনে টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহনে আজ ছিলো শেষ সেমিফাইনাল খেলা।উল্লেখ্য যে,আগামী রোববার দিনাজপুর ফুটবল একাডেমী বনাম পঞ্চগড়(বোদা)ফুটবল একাদ্বশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হবে।
Leave a Reply