নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : শুক্রবার চাঁপানবাবগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা যুবদল এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
বেলা পৌনে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত এ মানববন্ধনে বক্তব্য দেন, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনুসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
Leave a Reply