নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলামকে বিজয়ী করার লক্ষে ছাত্রলীগের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তন এ আলোচনা সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর, পৌর ও নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম শরিফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান।
সাবেক কাউন্সিলর শহিদ হোসেন রানা, জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম রানা, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব আব্দুর রাকিব।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল ও সাধারণ সম্পাদক হালিমা খাতুন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ বকুল, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানীসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সগযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান পরশ ও নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ হোসেন গালিব।
সঞ্চালনা করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুজ্জামান মাসুম।
Leave a Reply