নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ড জালমাছমারিতে সেলামপাড়া মিনি টিভি কাপ ফুটবল টুনামেন্টে সেলামপাড়া এ দল চ্যাম্পিয়ন হয়েছে।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলায় ১-০ গোলে সেলামপাড়া বি দলকে হারিয়ে সেলামপাড়া এ দল চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীরাজ আলী, আদনান ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন এবং খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। বহুদিন থেকে এ এলাকায় মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। – কপোত নবী।
Leave a Reply