কপোত নবী : শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্র-প্রশাসনের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠায় সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
হয়েছে।
দুপুুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জেলা জাসদের সভাপতি মোজাফফ্র হোসেনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাসদের সাধারণ
সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির।
সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, জেলা জাসদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ রনু, রাজশাহী মহানগর যুবজোটের সভাপতি শরিফুল ইসলাম সুজন, কর্ণেল তাহের সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. নিয়ামুল হক, শিবগঞ্জ উপজেলা জাসদের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার, গোমস্তাপুর উপজেলা জাসদের সভাপতি গোলাম জাকারিয়া, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন,
চাঁপাইনবাবগঞ্জ।
আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জাতীয় নারী জোটের জেলা শাখা সভাপতি তৌহিদা খাতুন কমলা, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা জাসদ-ছাত্রলীগের সভাপতি তসিকুল রেজা খান তনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা, উপজেলা, পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্যেজাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মজিবুল হক বকু বলেছেন, ভাগবাজ, তোলাবাজ ও দুর্নীতিবাজ এদের গডফাদারদের গ্রেপ্তার করে খালেদা জিয়ার পাশে দেখতে চায়। তারা যেন বিদেশে পালিয়ে যেয়ে তারেক জিয়ার সাথে হাত মেলাতে যেন না পারে, সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
Leave a Reply