নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের স্বরুপনগরে মিনি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর শুক্রবার বিকেলে কচিকাঁচা সেভেন স্টার ও চ্যাম্পিয়ন টিম ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। প্রথমে টচে জিতে চ্যাম্পিয়ন টিম ব্যাট করে ৭৪ রান সংগ্রহ করে।
জবাবে কচিকাঁচা সেভেন স্টার ৮ ওভারে ৫৭ রান করে। চ্যাম্পিয়ন টিমের কাছে পরাজিত হয় কচিকাঁচা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রচেষ্টা মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক আশরাফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমীন।
বিশেষ অতিথি ছিলেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক,১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদ প্রার্থী তরুণ উদ্যোক্তা ও সমাজ সেবী নাজনীন ফাতেমা জিনিয়া।
মো. কামাল, খেলা পরিচালনা করেন, ফটিক ও সোহাগ, সেভেন স্টার টিমের পরিচালক মো. নুরুল ইসলাম শুভ, চ্যাম্পিয়ন দলের পরিচালক, মো. সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
[রিপোর্ট কপোত, নবী চাঁপাইনবাবগঞ্জ।]
Leave a Reply