নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের সতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান তোতা অসুস্থ হলে পৌর এলাকার শান্তিমোড় সংলগ্ন সহধর্মীনি সাবেকুন নাহার মুক্তা ভর্তি করা হয়েছে।
জিয়াউর রহমান তোতার সহধর্মীনি সাবেকুন নাহার মুক্তা জানান, রোববার সকাল ৯ টার দিকে নিজ এলাকা ইসলামপুুুরে মোবাইল ফোনে কথা বলার সময় বুুুকে ব্যথা অনুভব করলে বসে যায়।
তিনি আরো জানান, অবস্থার অবনতি হলে দ্রুত তোতাকে সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
চেয়ারম্যান পদ প্রার্থী ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান তোতা অনেকদিন যাবত হার্টের সমস্যায় ভুগছেন। তাঁর জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন সহধর্মীনি সাবেকুন নাহার মুক্তা।
Leave a Reply