সিলেটের ওসমানীনগরের কুশিয়ারা নদীতে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের ইঞ্জিনের সাথে পরনের কাপড় পেছিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ড্রেজার চালকের মৃত্যু হয়েছে। ড্রেজার চালকের নাম আব্দুর রশিদ হাওলাদার (৪৫)। তিনি পটুয়াখালি জেলার কালিছড়ি ইউনিয়নের পোনাউড়া গ্রামের মো: চান মিয়া হাওলাদারের ছেলে।
তিনি ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের আলীপুর গ্রামের নিকটস্থ কুশিয়ারা নদীতে বালু উত্তোলনের কাজে নিয়োজিত এম ডি সিরাজুম মুনিরা ড্রেজিং এর ড্রেজার মেশিন চালক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ২৮ মে সকাল সাড়ে ৮টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের আলীপুরস্থ কুশিয়ারা নদীতে প্রতিদিনের মতো আব্দুর রশিদ ড্রেজার নিয়ে বালু উত্তোলন করতে ড্রেজার মেশিন চালু করেন। এসময় অসাবধানতাবশত ড্রেজার মেশিনের সাথে আব্দুর রশিদের পড়নের জামা পেছিয়ে যায়। চলতি মেশিনের সাথে গায়ের জামার বেশিরভাগ পেছিয়ে গেলে একপর্যায়ে আব্দুর রশিদের একটি হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়। দুর্ঘটনায় শরীর থেকে হাত উড়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে দুপুর ১টায় ওসমানীনগর থানা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রশিদের সহকর্মীদের থানায় নিয়ে আসে।ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের আলীপুরস্থ কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে গ্রামের নদীর পাশের ঘর বাড়ি নদী গর্ভে বিলিন হওয়ার অভিযোগ রয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করার দাবী করে আসছেন।
Leave a Reply