নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এর জেলা পর্যায়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে শিবগঞ্জ উপজেলা ফুটবল দল ট্রাইব্রেকারে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ফুটবল দলকে পরাজিত কওে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফুটবল দল ২-০ গোলে নাচোল উপজেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার বিকেলে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামে এই টুর্নামেন্টের। জেলা শহরের ডা. আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। টুর্নামেন্টের জেলা পর্যায়ের সমাপণী ও ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্টের জেলা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মো. আখতারুজ্জামান রেজা তালুকদার, যুবলীগ নেতা মেসবাহুল সাকের জোঙ্গীসহ অন্যান্যরা। উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ের খেলায় রাজশাহীতে সিরাজগঞ্জ জেলা দলের সাথে মোকাবেলা করবে চাঁপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন দল।
Leave a Reply