ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পোল্লাডাংগা হিরো গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪.০০টায় পোল্লাডাংগা বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে মিজানুর রহমান দোয়েল সভাপতি ও নাঈম রানা রাজকে সাধারণ সম্পাদক করে এই খেলার আয়োজন করে ঐতিহ্যবাহী পোল্লাডাংগার একদল ক্রিকেট প্রেমী যুবক ।
ক্রিকেট টুর্নামেন্টির ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদি ইসলাম,মাইডস এনজিওর ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন,প্রত্যাশা ডেভেলপমেন্টের ব্যাবস্থাপনা পরিচালক হাসিম আলী,জোসনা ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান জুয়েল ও ভোলাহাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা হেল্পলাইনের উপদেষ্টা মইনুল ইসলাম প্রমূখ।
পোল্লাডাংগা বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি জিন্নাহ নগর ক্রিকেট দল বনাম কাশিয়াবোনা ক্রিকেট দল। যে দল জিতবে, চকচকে ট্রফিটা ওঠবে তাদেরই হাতে। শিরোপার এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ টস জিতে কাশিয়াবোনা ক্রিকেট দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন।
শাখাওয়াত হোসেনের ব্যক্তিগত ৬৫ রানের উপর ভর করে কাশিয়াবোনা ক্রিকেট দল ৯২ রানের টার্গেটদেন ।কাশিয়াবোনা ক্রিকেট দলের ৯২ রানের টার্গেটকে তাড়া করে ৮ উইকেটে ফাইনালে চ্যম্পিয়ন হন জিন্নাহনগর ক্রিকেট দল।
খেলা শেষে রানারআপ ও বিজয়ী দলকে ট্রফি তুলে দেন আগত অতিথিবৃৃৃন্দ।
Leave a Reply