নিজস্ব প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলায় মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
শনিবার বিকেলে গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ি বাজার ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠিত হয় ।
অরুনবাড়ি তরুণ সংঘ আয়োজিত মিনি ক্রিকেট’র ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আক্কাশ আলী ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বাবু। খেলায় অরুনবাড়ি ক্রিকেট দলকে ১২ রানে হারিয়ে মহেষপুর ক্রিকেট দল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে টিভি ও রানারআপ দলকে মোবাইল তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ অরুনবাড়ি এলাকায় আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়।
Leave a Reply