খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে যানবাহন ব্যবস্থা বন্ধ এবং আড়াই হাজার নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ তুলেছে বিএনপি।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন এই অভিযোগ করেন।
শফিকুল হক মিলন বলেন, সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সরকার অঘোষিত ধর্মঘট চালাচ্ছে। গাড়ি বন্ধ করে দেয়া হয়েছে যাতে সমাবেশে লোকের উপস্থিতি কম হয়।
তিনি বলেন, চলতি মাসের ১২ তারিখে আমরা সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। আমাদের সঙ্গে টালবাহানা করতে করতে গতকাল সন্ধ্যার পরে আমাদের বলেছে আপনারা এখানে (বোয়ালিয়া থানাধীন রাজশাহী ক্রীড়া ও সংস্কৃতি সংঘ সংলগ্ন স্থানে) মাদ্রাসামাঠ সংলগ্ন ঈদগাহ রোডে মিটিং করেন। এরপর রাত ১০টারও পরে আমাদেরকে ২২ শর্তে লিখিত অনুমতি দিয়েছে।
মিলন বলেন, সমাবেশকে কেন্দ্র করে আমাদের আড়াই হাজার নেতাকর্মীকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলাগুলো থেকে নসিমন, করিমন ও ভটভটিসহ সব ধরণের যানবাহন বন্ধ করার অভিযোগ তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সরকার অঘোষিতভাবে এই এলাকায় অবরোধ চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, রাজশাহী বিএনপির ঘাঁটি তা এই বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করব। এর পূর্বে মাদ্রাসা মাঠ, সাহেব বাজার ও গনক পাড়া আমরা সমবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। সেখানে অনুমতি দেয়নি। সর্বশেষ এখানে অনুমতি দিয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সমাবেশকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে যানবাহন বন্ধ করে দেয়ার পাশাপাশি অমানবিকভাবে খাবার হোটেলগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।
সূত্র: জাগরণ
Leave a Reply