নিজস্ব প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মরহুম নৈমুদ্দিন আহম্মেদ স্বৃতি গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় সময় মুশরিভুজা যুবক সমাজের আয়োজনে মুশরিভুজা স্কুল এন্ড কলেজ মাঠে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়।
ভলিবল টুর্নামেন্টে খেলার সভাপতি ও পৃষ্ঠপোষক ডাঃ ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।
উদ্বোধক হিসেবে খেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ভোলাহাট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ,দলদলী ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুটু, দলদলী ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু সহ অন্যরা।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, মুশরিভুজা যুবক সমিতি বনাম শিবগঞ্জের একবোরপুর বিনোদপুর ভলিবল দল।৩০ মিনিট করে ১ঘন্টার খেলায় মুশরিভুজা ভলিবল দল জয়লাভ করেন।
খেলাটির পরিচালনা করেন রাকিবুল ইসলাম ও সার্বিক তত্বাবধানে ছিলেন খেলা প্রেমী খাইরুল ইসলাম।
এ সময় আগত অতিথিরা বলেন,এ ধরনের খেলার কোন বিকল্প নেই। খেলা যেমন শারিরীকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই তেমনি ভ্রাতৃত্বের বন্ধন তৈরী করে।খেলা -ধূলার প্রতি যুবকদের মনোযোগ দেয়ার জন্য আহবান জানান তারা।
Leave a Reply