মোঃ জামিল হোসেন,ভোলাহাট : গ্রামাঞ্চলে ক্রিকেটের আনন্দটাই ফিকে হতে বসেছিল। স্থানীয় ভাবে জমজমাট ম্যাচের দেখা এখন মেলে খুব কমই। এমন এক সময়ে দারুণ রোমাঞ্চকর এক মিনি নাইট (শর্ট বাউন্ডারি) ক্রিকেট টুর্নামেন্ট উপহার দেয় ফুটানীবাজার ছাত্রসংঘ স্পোর্টিং ক্লাব । আয়োজনে ছিলনা কোন ঘাটতি। সন্ধা ৬টা থেকেই দর্শক মাঠের চারদিকে কানায় পরিপূর্ণ হয়ে যায়। পাওয়ারফুল সব বৈদ্যুতিক বাতির আলোয় আলোকিত ছিল পুরো খেলার মাঠ।
২৬ ফেব্রুয়ারী (শুক্রবার) ফুটানীবাজার ছাত্রসংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটানীবাজার সংলগ্ন মুঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হুজাইফা গোল্ডকাপ মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।
প্রধান অতিথি ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।উদ্বোধন ঘোষনার সাথে সাথে আতষ বাজির ফোয়ারা দেখে দর্শকরা উচ্ছাস প্রকাশ করে।
ফাইনাল খেলার অনুষ্ঠানে মঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিদুর রহমান,ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইয়াসিন আলী শাহ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াজদানী জর্জ,সাবেক উপজেলা আওয়ামী’ লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, শিকারী মডেল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বিশ্বাস,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু প্রমূখ।
ভোলাহাট উপজেলার বিভিন্ন স্পনসারের সৌজন্যে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায়,ফুটানীবাজার ওল্ড এন্ড ইয়াং ক্রিকেট দল বনাম এ আর হার্ডোয়ার ক্রিকেট দল অংশগ্রহণ করে ১২ ওভারের খেলায় এ আর হার্ডোয়ার দলের ২৬ টি ৪ রের বাউন্ডারির তাড়া করে ফুটানীবাজার ওল্ড এন্ড ইয়াং ক্রিকেট দল ২৭ টি করে ৪ রের বাউন্ডারির মাধ্যমে জয় লাভ করেন।
খেলা শেষে ফুটানীবাজার ছাত্রসংঘ স্পোর্টিং ক্লাবের উদ্দোগ্যে হুজাইফা গোল্ডকাপ মিনি নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে বিজয়ী দলকে ট্রফিসহ ১টি খাসি(ছাগল) ও রানারআপ দলকে ট্রফিসহ দুটি রাজহাঁস প্রদান করা হয় ।
Leave a Reply