মোঃ জামিল হোসেন, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা স্মৃতি চূড়ান্ত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারী শনিবার রাতে মুক্তিযোদ্ধা যুব সংসদের উদ্যোগে ভোলাহাট রামেশ্বর পাইলট ইন্সটিটিউটশন মাঠে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন মন্ডল।
খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহসভাপতি ও সাবেক সাংসদ জিয়াউর রহমান, ও প্রধান বক্তা ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত কমিশনার (ভুমি) শেষ মেহেদী ইসলাম, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, জেলা পরিষদের সদস্য পিয়ার জাহান,জেলা পরিষদের মহিলা সদস্য হোসনে আরা পাখি প্রমূখ।
খেলাটির সার্বিক তত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা যুব সংসদের সভাপতি রাজু আহমেদ ও সহযোগিতায় রিয়াজ আহমেদ।উপস্থাপনা করেন সেলিম রেজা।
খেলায় উপজেলা প্রশাসন ফুটবল দল বনাম খালে আলমপুর ফুটবল দল অংশগ্রহণ করে ২৫ মিনিট করে ৫০ মিনিটের খেলায় উপজেলা প্রশাসন ফুটবল দল খালেআলমপুর কে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করেন। ৩ গোলে হ্যাট্রিক করে সেরা খেলায়ার হিসেবে নির্বাচিত হন রায়হান আলী।
মুক্তিযোদ্ধা যুব সংসদের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের বিজয়ী দলকে ট্রফিসহ ১টি খাসি(ছাগল) ও রানারআপ দলকে ট্রফিসহ ১টি এলইডি টিভি প্রদান করা হয় ।
উল্লেখ্য, খেলাটির জমকালো আয়োজন আগত অতিথি বৃন্দসহ খেলাপ্রেমী উপস্থিত সকলকে মুগ্ধ করেন।
Leave a Reply