নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদি নির্বাচন আগামী ১৭ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ লক্ষে এরফান আলী ও আব্দুল হান্নান প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ প্যানেলে সহ-সভাপতি পদে এরফান আলী, ইকবাল মনোয়ার খাঁন চান্না, মিসেস মার্জিনা হক, এম কোরাইশি মিলু, সাধারণ সম্পাদক পদে আব্দুল হান্নান, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান মুকুল, যুগ্ম সম্পাদক পদে শেখ মো. আহসান হাবীব মিন্টু, মো. আজিমুল হাসান রিমন, কোষাধ্যক্ষ পদে মো. বদিউজ্জামান বধু, উপজেলা ক্রীড়া সাধারণ সম্পাদক (সংরক্ষিত) আব্দুল হান্নান রজু, মুহা. জাকিরুল ইসলাম, মহিলা (সংরক্ষিত) সদস্য শরিফা সালেহা, রোকশানা আহমেদ।
নির্বাহী সদস্য পদে আজিমুল হক, মোঃ তরিকুল ইসলাম, মোঃ কামাল শুকরানা, মোঃ কামাল হোসেন ছোটকা, মোঃ ফানিসুর রহমান, শেখ মোঃ ফরিদ সায়েম, মোঃ রবিউল আওয়াল, মোঃ ওবাইদুল হক, হুমায়ন কবির লুকু, মোঃ জাভেদ আখতার, মোঃ সালামত হোসেন, ওয়াহেদুল ইসলাম, মোঃ কামাল উদ্দিন ও সৈয়দ গোলাম নবী মাসুমকে নির্বাচিত করা হয়েছে।
বুধবার ২ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ৩ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ৬ অক্টোবর বৈধ প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ, ৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার, ৯ অক্টোরর বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ ও ১৭ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের রিটানিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম জানান, ১ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৬৯জন। উলেখ্য জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে মোট ভোটার ১৪৪জন এবং পদসংখ্যা সহ-সভাপতি ৪জন, সাধারণ সম্পাদক ১ জন, ১ জন অতিরিক্ত সাধারণ সম্পাদক, ২ জন যুগ্ন সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, ১৪ জন নির্বাহী সদস্য, ২ জন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত), ২ জন মহিলা সদস্য (সংরক্ষিত)। আগামী ১৭ অক্টোবর ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্ছু ডাক্তার) স্টেডিয়াম ভবনে ভোট অনুষ্ঠিত হবে।
Leave a Reply