মোঃ জামিল হোসেন,ভোলাহাট :খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলাহাট উপজেলার মধ্য খড়ক গ্রামে গ্রামবাংলার হারিয়ে যাওয়ক ঐতিহ্যবাহী বদ্দন /গাদ্দিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রবিবার (৭ মার্চ ) বিকালে মধ্য খড়কপুর তরুণ দলের এ খেলাটি আয়োজন করেন । খেলা উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এলাকার পুরুষ -মহিলা একসাথে উপভোগ করে ঐতিহ্যবাহী এ খেলা। খেলায় প্রত্যাশা ডেভেলপমেন্ট সোসাইটি ও আদাতলা দল গাদ্দিল খেলায় অংশ গ্রহন করে। নির্ধারিত ৩০ মিনিট করে ১ ঘণ্টা সময়ে প্রত্যাশা ডেভেলপমেন্ট সোসাইটি ৮-৩ গাদ্দিলে আদাতলাকে হারিয়ে বিজয়ী হয়।
আদাতলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু মোতালেব এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ৩নং দলদলী সাবেক ইউপি চেয়ারম্যান ভোলাহাট আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু,ফারুক হোসেন মেম্বার,আব্দুর রহমান মেন্বার, প্রত্যাশা ডেভেলপমেন্ট সোসাইটি র নির্বাহী পরিচালক হাসেম আলী, খাইরুল ইসলাম, আবদুল বাসির ফিকির প্রমূখ।
খেলার অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু জানান, কালের বিবর্তনে গ্রামবাংলা থেকে এসব খেলা হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য খেলার আয়োজন করা হয়েছে। আগামীতে এ ধরনের খেলার আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ করেন তিনি।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply