নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের পক্ষে গনসংযোগ ও পথসভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচারনায় তিনি সদর উপজেলার শাজাহানপুর, চরবাগডাঙ্গা ও আলাতুলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা, সদর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ’র সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।
আরো উপস্থিত ছিলেন, শাজাহানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মেহবুব আলম সাউন, চরবাগডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. ওমর আলী, আলাতুলী ইউনিয়ন আ.লীগের সভাপতি আফসারুল আলম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলামকে ভোট দেবার জন্য সকলের প্রতি জোর আহবান জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪৪, ৪৫ জাতীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।
Leave a Reply