সারোয়ার হোসেন, তানোর: বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের রাজশাহীর তানোর উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে কমিটির সদস্যরা হলেন,(১) সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন(দৈনিক আমাদের রাজশাহী)(২) মনিরুজ্জামান মনি(দৈনিক উপচার ও বিজয় বাংলা), (৩) ডাঃ আব্দুল হান্নান, (দৈনিক সংগ্রাম), (৪) সিনিয়র সহসভাপতি মোমিনুল ইসলাম মুন(দৈনিক ইনকিলাব),সহসভাপতি আব্দুস সবুর (দৈনিক লাখো কষ্ঠ ও জি নিউজ), সভাপতি সারোয়ার হোসেন (দৈনিক ঢাকার ডাক ও প্রসঙ্গ নিউজ২৪), সাধারণ সম্পাদক সোহানুল হক পারভেজ(দৈনিক মানবজমিন ও জনতার বিবেক), সহ সম্পাদক জাকির হোসেন টুটুল(আজকের উত্তরা২৪), যুগ্ম সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন(দৈনিক ইনফো বাংলা), সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম বাবু(দৈনিক জাতীয় অর্থনীতি ও নূরনগর টিভি), দপ্তর সম্পাদক সোহেল রানা(প্রাইভেট ডিটেকটিভ ও আজকের ঘটনা) অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল বারী(প্রথম পাতা), জেনারেল সদস্য ফিরোজ উদ্দিন(দৈনিক বাংলাদেশ বার্তা), রনি শাহ (কালের বাংলাদেশ) শরিফুল ইসলাম (অপরাধ বার্তা)। কমিটির সর্ব সদস্যেরে মতামতের ভিত্তিতে আগামী ২বছরের জন্য বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
সারোয়ার হোসেন
২৪ এপ্রিল /২০২১ইং
Leave a Reply