ওয়ানলাইন ডেক্স:শুধু ঘরোয়া পর্যায় নয়, কোচ আফতাব পা রাখতে যাচ্ছেন আন্তর্জাতিক আঙিনাতেও। সংযুক্ত আরব আমিরাতের টি-টেন ক্রিকেট লিগের তৃতীয় আসরে বেঙ্গল টাইগার্সের কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই তারকা।
খেলোয়াড়ি জীবনের ইতি টেনে আফতাব আহমেদ কোচিংয়ে নাম লিখিয়েছেন বেশ ক’বছর হলো। ঘরোয়া ক্রিকেটে সাফল্যের মুখও দেখতে শুরু করেছেন। সর্বশেষ প্রিমিয়ার লিগে তার অধীনেই লিজেন্ডস অব রূপগঞ্জ রানার্সআপ হয়। ক’দিন পর শুরু হতে যাওয়া জাতীয় লিগেও কোচ হিসেবে দেখা যাবে তাকে।
২০১৭ ও ২০১৮ সালে টি-টেন লিগের দুটি আসর অনুষ্ঠিত হয়। দুই আসরেই বেঙ্গল টাইগার্স নামে দল ছিল। যদিও সেটির মালিকানায় ছিল না বাংলাদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার সেই দলটার মালিকানায় থাকছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি। আফতাবকে কোচ হিসেবে বেছে নিয়েছেন তারা। একটি সংবাদমাধ্যমকে আফতাব নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬ অক্টোবর টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে। ১০ ওভারের এই ক্রিকেট আসর শুরু হবে ১৫ নভেম্বর। শেষ হবে ২৪ নভেম্বর। অংশ নেবে ৯টি দল।
৩৩ বছর বয়সী আফতাব দেশের হয়ে ১৬টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন।
Leave a Reply