বরেন্দ্র নিউজ ডেস্ক : ক্রিকেটাররা করোনাভাইরাসে আক্রান্ত হতে থাকায় অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করেছে বিসিসিআই।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হল আপাতত স্থগিত রাখা হচ্ছে আইপিএল। ফের কবে শুরু হবে তা এখনও জানানো হয়নি। একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভারতীয় বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন,”এ বারের মতো বাতিল করা হচ্ছে আইপিএল।”
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, “খেলোয়াড়, স্টাফ ও অন্য যারা প্রতিযোগিতার সঙ্গে জড়িত আছেন, তাদের ‘নিরাপত্তা নিয়ে কোনও আপস করতে চায় না বিসিসিআই।”
বিবৃতিতে আরো বলা হয়, “সব শেয়ার হোল্ডারের সঙ্গে আলোচনা করে সুরক্ষা ও সুস্বাস্থ্যের বিষয় মাথায় রেখে এই (স্থগিতের) সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
Leave a Reply