(টিপু জার্নাল চারঘাট প্রতিনিধি)রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকায় ধান গবেষণা ইনিস্টিউটের সামনে হানিফ ও আফিয়া পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আফিয়া পরিবহনের বাসচালকসহ অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহতদের উদ্ধারে কাজ করছে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল। দুর্ঘটনায় একটি অটোরিকশাও ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন।
জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে হানিফ পরিবহনের বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। অন্যদিকে দুপুর পৌনে ১টার দিকে বাঘার উদ্দেশে যাচ্ছিল আফিয়া পরিবহনের বাসটি। রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আফিয়া পরিবহনের বাসটির সামনের অংশ হানিফ বাসের সামনের অংশের মধ্যে ঢুকে যায়।
ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আফিয়া পরিবহনের চালক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
Leave a Reply