নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ১২ অক্টোবর শনিবার জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী। শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গঠিত হয় জাতীয় শ্রমিক লীগ।
জাতীয় শ্রমিক লীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯ টায় পৌর এলাকার শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ অফিসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলনের মধ্য কর্মসূচি শুরু হবে। এরপর অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।শ্রদ্ধাঞ্জলি শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম রানা ও সদস্য সচিব মাহাবুব হাসান ঋতু যথা সময়ে নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
Leave a Reply