শিক্ষার্থী নির্যাতন, ক্যম্পাসে কোন একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের একচ্ছত্র অধিপত্য ও নানা অনিয়ম দীর্ঘদিন সহ্য করার পর আবরার হত্যার প্রতিবাদে আন্দোলনরত বুয়েট শিক্ষকদের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আজকে যারা আবরার হত্যার প্রতিবাদ, উপাচার্যের পদত্যাগ, ছাত্র রাজনীতি বন্ধসহ বিভিন্ন দাবিকে আন্দোলন করছেন; তার আগে সোচ্চার হলেই হয়ত হয়তো এরকম একটি মর্মান্তিক ঘটনা প্রতিরোধ করা যেত। আর অনেক শিক্ষার্থীর কষ্টই হয়তো লাঘব করা সম্ভব হতো। তারা তো দীর্ঘদিন ধরে এ ধরনের অন্যায় কী করে মেনে নিয়েছেন? চলতে দিয়েছেন? এটি আমার কাছে বোধগম্য নয়। অন্যায় প্রতিরোধে শিক্ষক হিসেবে এতদিন তাদের নৈতিক অবস্থান থেকে তারা কি করেছেন? সেটি কি তারা আমাদের একটু জানাতে পারেন।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট-২০১৯’এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, বুয়েটে যেমন ছাত্রলীগ আছে তেমনি অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো দীর্ঘদিন থেকেই অনেক শক্তিশালী। সেখানে শুধুমাত্র সরকারের সাথে রাজনীতির সঙ্গে যুক্ত ছাত্রসংগঠনের কারণে নির্যাতনসহ নানা অনিয়মের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীরা কথা বলতে পারেননি, এটি গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। তিনি আরও বলেন, একজন শিক্ষকের কাছে শিক্ষার্থী সন্তান তুল্য। সেখানে শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হচ্ছেন এটি জানতে পারার পরে; যেখানে কথা বললে, যার সাথে কথা বললে, যেভাবে আওয়াজ তুললে সেটি বন্ধ হবে তা করা আসলে শিক্ষকদের প্রথম কাজ হওয়া উচিত ছিল।
Leave a Reply