নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ১২ অক্টোবর শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকলীগের ৫০ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে সুবর্ণ জয়ন্তী উৎযাপন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে ।
জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শান্তনা হক শান্তা, সিনিয়র নেতা তফিকুল ইসলাম, জেলা শ্রমিকলীগের আহব্বায়ক শহিদুল ইসলাম রানা, সদস্য সচিব মাহবুব হাসান ঋতু।
জেলা শ্রমিকলীগের সদস্য ইকবাল মানিকের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের সভাপতি ও আ.লীগ নেতা ডা. গোলাম রাব্বানী, জেলা শ্রমিকলীগের যুগ্ন আহব্বায়ক মো. আসাদুজ্জামান জুয়েলসহ আওয়ামী লীগ, শ্রমিকলীগসহ আ.লীগের সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অথিতিববৃদ।
পরে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রমিকলীগ নেতাকর্মীরা।
Leave a Reply