মনিরুল ইসলাম , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪ টার তার নিজ বাসভবন বাহাপুরের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবন উপজেলার বাহাপুর গ্রামে মৃত্যুবরণ করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বিকেল সাড়ে ৪ টায় তাকে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর তার লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যান চৌধুরী, থানার পুলিশ পরিদর্শক রহিস উদ্দীন হাজারী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল জব্বার, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক সহ সহস্রাধিক জনগন ।
Leave a Reply