নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আজ মঙ্গলবার ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগের দিন বিকেল থেকে আনারস প্রতীকের সতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান তোতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হয় তিনি নির্বাচন থেকে সরে গেছেন। এ নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায় সাধারণ ভোটাররা।
এরই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে আনারস প্রতীকের সতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান তোতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘোষণা দেন যে, ফেসবুকে বিভিন্ন ফেক আইডি ও নিউজ পোর্টালের পেজ থেকে পোস্ট দেয়া হয় আমি নির্বাচন থেকে সরে গেছি। যা সম্পন্ন, অসত্য, মিথ্যা বানোয়াট। ভোটারদের বিভ্রান্তি করতে আমার বিরুদ্ধে ভোটের আগের দিন এসব গুজব ছড়ানো হয়।
আমার শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমি নির্বাচনে আছি এবং থাকব। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, সাধারণ জনগণকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করা হচ্ছে। আপনারা কেউ কোন প্রকার গুজবে কান দিবেন না। সকলে মিলে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা আনারস প্রতীকে ভোট দেবেন। আমি আপনাদের কাছে একটি করে ভোট ভিক্ষা চাচ্ছি।
Leave a Reply