নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার রাজধানীতে মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা।
মিছিলটি নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সবল ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার দাবিতে বিভিন্ন সেস্নাগান দেন।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, নিপুণ রায়, যুবদল ঢাকা মহানগর দড়্গিণের নেতা গোলাম মাওলা শাহীন প্রমুখ।
Leave a Reply